ছাগলের পাতলা পায়খানা – কারণ, লক্ষণ, প্রতিকার, প্রতিরোধ ও চিকিৎসা

ছাগলের-পাতলা-পায়খানা

বাচ্চা থেকে বয়স্ক সব বয়সের ছাগলের ডাইরিয়া বা পাতলা পায়খানা হতে পারে। তবে তুলনামুলকভাবে বাচ্চাদের পাতলা পায়খানে বেশি হয়ে থাকে।

ছাগলের ডায়রিয়া বা পাতলা পায়খানা অন্য নামেও পরিচিত। তাঁর মধ্যে একটি হল অন্ত্রপ্রদাহ এবং অন্যটি হল এন্টারাইটিস।

এই লেখায় যা যা থাকছে–

  • ছাগলের পাতলা পায়খানা রোগের কারণ
  • ছাগলের পাতলা পায়খানা কেন হয়?
  • ছাগলের পাতলা পায়খানা রোগের লক্ষণ
  • কোন বয়সের ছাগলের পাতলা পায়খানা হয়
  • ছাগলের পাতলা পায়খানা রোগের প্রতিরোধ
  • ছাগলের ডায়রিয়া হলে করনীয়
  • ছাগলের পাতলা পায়খানার ঘরোয়া চিকিৎসা
  • ছাগলের পাতলা পায়খানার ঔষধ

ছাগলের পাতলা পায়খানা রোগের কারণ / কেন হয়?

  1. প্রধানত ভাইরাস, ব্যাকটেরিয়া ও ছত্রাকের আক্রমণে ডায়রিয়া হয়।
  2. কৃমিতে আক্রান্ত হওয়ার কারণেও ডাইরিয়া হতে পারে।
  3. দূষিত পানি পান করার কারণে হতে পারে।
  4. বাসি খাবার খাওয়ালে ছাগলের ডাইরিয়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
  5. এমন কোন খাবার বা ঘাস বা পাতা খওয়া যেখানে পাতলা পায়খানার জীবাণু আগে থেকে ছিল।

ছাগলের পাতলা পায়খানা বা ডায়রিয়া রোগের লক্ষণঃ

কোন ছাগলের পাতলা পায়খানা অথবা ডায়রিয়া হলে কিভাবে বুঝব? আসুন জেনে নেই কি কি লক্ষণ দেখে সহজেই বুঝতে পারব ছাগলের পাতলা পায়খানা হয়েছে।

  • পানির মত ঘনঘন পাতলা পায়খানা করবে এবং শরীরে পানি স্বল্পতা দেখা দিবে।
  • পায়খানার রং কালো বা হলুদ বা হালকা সবুজ বা সবুজাভ-হলুদ হবে।
  • ছাগলে পায়খানায় খুব বেশি দুর্গন্ধ থাকবে।
  • পায়খানার সাথে রক্ত বা শ্লেষ্মা থাকতে পারে।
  • খাবার ঠিকমত হজম হয় না হলে, পায়খানার সাথে কিছু কিছু খাবারের অংশ বের হতে পারে।
  • ছাগল ঠিকমত খাওয়া করবে না অথবা একবারে খাওয়া বন্ধ করে দিবে।
  • ছাগলের পেটে ব্যথা থাকবে এবং মলত্যাগ করার সময় মনে হবে খুব শক্তি প্রয়োগ করছে।
  • ছাগল ঝিমমেরে এক জায়গায় চুপচাপ বসে থাকবে।
  • সুস্থ ছাগল খাওয়ার পর জাবর কাটে কিন্তু ডায়রিয়াতে আক্রান্ত হলে জাবর কাটা বন্ধ করে দিবে।

কোন বয়সের ছাগলের পাতলা পায়খানা হয় ?

সাধারণত সব বয়সের ছাগলের ডায়রিয়া বা পাতলা পায়খানা হতে পারে। তবে বাচ্চা ছাগলের পাতলা পায়খানা অনেক বেশি হয়।

ছাগলের পাতলা পায়খানা বা ডায়রিয়া রোগের প্রতিরোধঃ

  1. পরিষ্কার-পরিছন্ন পরিবেশে খাওয়া দাওয়া করাতে হবে।
  2. বাসি খাবার ভুলেও ছাগলকে খাওয়ানো যাবে না।
  3. সব সময় টিউবওয়েলের পরিষ্কার পানি খাওয়াতে হবে।
  4. পুকুরের পানি অথবা কোন নোংরা পানি যেন ছাগল খেতে না পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে।
  5. ছাগলের দানাদার খাবার তৈরির সময় সরাসরি মাটিতে বা মেঝেতে মেশানো যাবে না। এর জন্য কোন পলিথিন অথবা পরিষ্কার কিছুর উপর খাবার প্রস্তুত করতে হবে।
  6. বাইরে থেকে ঘাস পাতা ছাগলের জন্য আনলে সরাসরি না দিয়ে আগে দেখে নিতে হবে কোন পোকা-মাকড় আছে কিনা।
  7. আক্রান্ত ছাগলকে খামার থেকে অথবা সুস্থ ছাগল থেকে আলাদা রাখতে হবে।
  8. ছাগলের খামার নিয়মিত জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত রাখতে হবে।

[ বিশেষভাবে দ্রষ্টব্যঃ যে কোন ওষুধ খওয়ানোর আগে বা টিকা দেওয়ার আগে অবশ্যই রেজিস্টার্ড প্রাণী চিকিৎসকের বা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শ নিতে হবে এবং পরামর্শ অনুযায়ী দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। বিপদের সময় দ্রুত সেবা পেতে প্রাণী চিকিৎসকের বা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার মোবাইল নাম্বার আপনার কাছে অবশ্যই রাখবেন ]

ছাগলের ডায়রিয়া হলে করনীয়ঃ

ছাগলের ডায়রিয়া হলে চিকিৎসার প্রথম ধাপ হলো কি জন্য ডায়রিয়া হলো তার কারণ খুঁজে বের করা। ডায়রিয়া বা পাতলা পায়খানা হলে শরীর থেকে প্রচুর পরিমাণ পানি বের হয়ে যায়। যত দ্রুত পানি স্বল্পতা পূরণ করা যাবে, ইন-শা-আল্লাহ তত দ্রুত ছাগল সুস্থ হয়ে উঠবে।

যদি দুই মাস বয়সের নিচের বাচ্চা ছাগল হয় সেক্ষেত্রে মেট্রিল সিরাপ সাথে ডিডিনীল পাউডার, যদি দুই মাস+ বয়স ছাগল হয় সেক্ষেত্রে বায়োগাড পাউডার এবং ট্যাবলেট সালফন সাথে ট্যাবলেট রেনামেট ভেট ও ভেট বা খাবার স্যালাইন অথবা ডাবের পানি খাওয়ান আর যদি প্রেগন্যান্ট ছাগি হয় সেক্ষেত্রে ট্যাবলেট ই সালফা অথবা সালফা 3 এবং ইনজেকশন সেলিডন দিতে পারেন পাশাপাশি ডাবের পানি বা স্যালাইন খাওয়ান, প্রতিটি মেডিসিন নির্দেশনা অনুযায়ী ব্যবহার করবেন, দুইতিন দিন সকল ধরনের দানাদার পূর্বের তুলনায় 60%+ কম করে দিবেন বাকীটা আল্লাহপাকের নেক ইচ্ছা।

ছাগলের পাতলা পায়খানার ঘরোয়া চিকিৎসাঃ

  • ছাগলের পাতলা পায়খানা হলে জিগা বা জিকা বা জিওল (জায়গাভেদে আলাদা আলদা নামে পরিচিত) গাছের ছাল খুব ভাল এবং দ্রুত কাজ করে। জিগা গাছের ছালের রস ছাগলের পেট ঠাণ্ডা রাখে এবং পাতলা পায়খানা দ্রুত নিরাময় করতে সহায়তা করে। তবে যে সব ছাগলকে আগে থেকে অতিরিক্ত এন্টিবায়টিক খাওয়ানো হয়েছে তাদের ক্ষেত্রে ধীরে কাজ করে।
জিগা বা জিকা বা জিওল গাছ
জিগা গাছের ছবি – © বনলতা কবিরাজি
জিগা গাছের আঠা
জিগা গাছের আঠা © Zahid’s Photography (fb)
  • অনেক সময় বাঁশ পাতা খাওয়ালে ছাগলের ডাইরিয়া বা পাতলা পায়খানা সেরে যায়।
  • প্রাথমিক ঘরোয়া চিকিৎসার জন্য পাতলা পায়খানায় আক্রান্ত ছাগলকে ডাবের পানি খাওয়ানো যেতে পারে।

1 thought on “ছাগলের পাতলা পায়খানা – কারণ, লক্ষণ, প্রতিকার, প্রতিরোধ ও চিকিৎসা”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *